Top
সর্বশেষ

গাড়ি পোড়ানো মামলার ২ জন গ্রেফতার

১১ জুলাই, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ণ
গাড়ি পোড়ানো মামলার ২ জন গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউপি চেয়ারম্যানের গাড়ি পোড়ানো মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো- ওই উপজেলার নিমগাছি গ্রামের আলী আকবরের ছেলে স্থানীয় ইউনিয়ন আ’লীগের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান (৩৫) ও একই গ্রামের মৃত আকছেদ আলী ছুতারের ছেলে স্থানীয় ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক দেলসাদ হোসেন (৪০)। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোঃ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোঃ মোস্তাফা কামালের প্রাইভেটকার অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাদী হয়ে ৩জনকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার মধ্য রাতে ঢাকার পল্টন থানার কাকরাইল মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

শেয়ার