Top
সর্বশেষ

বিকাশের দোকানে পুলিশ কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক যুবক

১১ জুলাই, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
বিকাশের দোকানে পুলিশ কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক যুবক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের একটি বিকাশের দোকানে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আটক হয়েছেন এক যুবক। আটক ভুয়া এসআই সেমাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের হেরাস আলমের ছেলে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, বিকাশ এজেন্ট ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড মোড়ে ম্যাংগো ট্রাভেলস্ এর কাউন্টারে থাকা বিকাশ এজেন্টের কাছে গিয়ে সেমাজুল ইসলাম নিজেকে শিবগঞ্জ থানার এসআই হারুন পরিচয় দেয়। এ সময় তিনি বিকাশ এজেন্টকে দশ হাজার টাকা নগদ দিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করেন এবং একটি মোবাইল ফোন নম্বর দিয়ে ওই নম্বরে ৬০ হাজার টাকা বিকাশ করার জন্য নির্দেশ দেন।

এসময় বিষয়টি সন্দেহজনক মনে হলে বিকাশ এজেন্ট কাউসার মাহমুদ তাকে বসিয়ে রেখে কৌশলে শিবগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভুয়া এসআই পরিচয় দানকারী সেমাজুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, একটি বিকাশের দোকানে পুলিশ পরিচয়ে চাঁদা চাইছিলেন সেমাজুল ইসলাম। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এতে সদুত্তর না দিতে পারলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার