Top
সর্বশেষ

রিজার্ভের দুই হিসাবই প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

১৩ জুলাই, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
রিজার্ভের দুই হিসাবই প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক :

দেশের রিজার্ভ হিসাবের ক্ষেত্রে শুধুমাত্র ‘গ্রস রিজার্ভ’ পদ্ধতি ব্যবহার করতো বাংলাদেশ ব্যাংক। সেই অনুযায়ী প্রতি মাসের রিজার্ভ প্রকাশ করা হতো। এবার পুরনো পদ্ধতির সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিপিএম৬ বিদেশি মুদ্রা সঞ্চিতির তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

১২ জুলাই দিন শেষে বিপিএম৬ অনুযায়ী বাংলাদেশের রিজার্ভের স্থিতি ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। অন্যদিকে নিজস্ব পদ্ধতিতে হিসাব করা ‘গ্রস রিজার্ভ’ এর তথ্যর কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত সবশেষ প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতির ঘোষণার সময় বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ গণনার ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পদ্ধতিতে রিজার্ভ গণনা করা হলেও তা প্রকাশ করবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। কিন্তু আইএমএফের আপত্তির মধ্যে রিজার্ভ হিসাবের পদ্ধতি নিয়ে এবার নিজেদের হিসাবের পাশাপাশি বিপিএম৬ হিসাবও তুলে ধরা হয়েছে।

আইএমএফ নির্দেশিত পদ্ধতিতে হিসাবে বৈদেশিক সম্পদ গণনায় সব বৈদেশিক দায় ও ঋণ এবং রিজার্ভের অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করলে তা মূল রিজার্ভ থেকে বাদ যায়।

রিজার্ভ থেকে বাংলাদেশ বিমান ও শ্রীলঙ্কাকে কিছু অর্থ ঋণ দেওয়া হয়েছে। আবার সরকার রিজার্ভের অর্থে রপ্তানি উন্নয়ন তহবিলসহ তিনটি তহবিল গঠন করে পরিচালনা করছে বৈদেশিক মুদ্রায়। ফলে বিপিএম৬ এর পদ্ধতি অনুসারে তা মূল রিজার্ভ থেকে বাদ যাবে।

কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের গ্রস হিসাবই এতদিন দিয়ে আসছিল। কিন্তু ডলার সংকটে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ পেতে তাদের কয়েকটি শর্ত মানতে হচ্ছে। আইএমএফ রিজার্ভের হিসাবে বিপিএম৬ (ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন) পদ্ধতি অনুসরণের পক্ষপাতি। ফলে বাধ্য হয়ে আন্তর্জাতিক মান অনুসরণ করেছে বাংলাদেশ ব্যাংক।

রিজার্ভ থেকে ৩ মাসের আমদানি দায় পরিশোধ করার সক্ষমতা থাকা প্রয়োজন বলে ২০২২ সালের নভেম্বরে ঋণ সমঝোতা করার সময়ে জানিয়েছিল আইএমএফ।

নানা কারণে গত জুলাই থেকে আমদানি নিয়ন্ত্রণ করে আসার পর গত মে শেষে গড়ে প্রতি মাসে ৬ দশমিক ১২ বিলিয়ন ডলার আমদানি দায় পরিশোধ করছে বাংলাদেশ। এ হিসাবে তিন মাসের আমদানি দায় মেটাতে বাংলাদেশের নিট রিজার্ভ প্রয়োজন ১৮ বিলিয়ন ডলার।

বিপি/আজাদ

শেয়ার