Top
সর্বশেষ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

১৫ জুলাই, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ
সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
শেরপুর প্রতিনিধি: :

সাবেক রাষ্ট্রপতি ও জতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে শেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের খরমপুরে জাতীয় পার্টির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ আতর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ্ব মো: ইলিয়াছ উদ্দিন।

বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি, সহসভাপতি মোখলেছুর রহমান, হারুন জিলানী, সহ সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন, তাজুল ইসলাম, আবু সাঈদ খোকন, সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ ও জাতীয় পার্টির নেতা এম এ রশিদ বিএসসি প্রমুখ।

সভায় আগামী নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে এরশাদের আদর্শকে ধরে রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার