Top
সর্বশেষ

জাবি ও ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুবিতে মোমবাতি প্রজ্জ্বলন

২১ ফেব্রুয়ারি, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
জাবি ও ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুবিতে মোমবাতি প্রজ্জ্বলন
খুবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং সেখানকার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় খুবি শিক্ষার্থী আতিদ তূর্য বলেন, কিছুদিন আগেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে কাল আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়রা হামলা করে। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে উক্ত দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী হামলার দ্রুত সুষ্ঠু বিচার না করায় প্রশাসন ও প্রক্টরের পদত্যাগের দাবি জানাই।

এছাড়াও আজকের এই কর্মসূচিতে বক্তারা খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকার আদায়ের চলমান যে আন্দোলন চলছে সেখানে দেশের সকল শ্রেণি-পেশার আপামর মানুষকে পাশে থেকে সমর্থন জোগানোর জন্য আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি বিভিন্ন অযুহাত দিয়ে এড়িয়ে না গিয়ে শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুতই শাস্তির ব্যবস্থা করা।

শেয়ার