Top
সর্বশেষ

ট্রাকের হেলপারের কারণে ঝরে গেল বাসের কন্ট্রাক্টরের প্রাণ

১৫ জুলাই, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
ট্রাকের হেলপারের কারণে ঝরে গেল বাসের কন্ট্রাক্টরের প্রাণ
পাবনা প্রতিনিধি, :

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের হেলপারে কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল যাত্রীবাহী বাস রাব্বীর কন্ট্রাক্টর শ্রী ভরত চন্দ্র সরকারের (৪৫) প্রাণ। বাসের চালকসহ অন্তত ১৫ যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।

শনিবার সকাল ১০ টার দিকে নাটোর – কুষ্টিয়া মহাসড়কের পাবনা ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের হাসিনা পাড়ায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। নিহত ভরত চন্দ্র রাজশাহী পুঠিয়ার শ্রী নারায়ন চন্দ্র সরকারের ছেলে।

বাসের চালক গুরুতর আহত প্রিয়তোষ, যাত্রী বাবা আলতাব হোসেন মন্ডল, মেয়ে সুমনাসহ অন্তত ১৫ যাত্রীকে উদ্ধার করে মুলাডুলি ক্লিনিক, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রেরন করে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যসহ স্থানীয়রা।

আহত যাত্রী মায়েশা ইসলাম মিম ও বাছিরন নেছাসহ প্রত্যক্ষদর্শী সোলায়মান আলীসহ স্থানীয়রা জানান, বাসটি রাজশাহী থেকে পাবনায় যাচ্ছিল। আর ট্রাকটিকে মুলাডুলি থেকে ধোয়া মুছা করে অজ্ঞাত হেলপার রাজাপুরে নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে ট্রাকের হেলপার গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে রং সাইডে গিয়ে বাসটিকে মুখোমুখিভাবে মেরে দিয়ে ট্রাকের হেলপার পালিয়ে যায়। এই ঘটনায় বাসের দরজায় দাঁড়িয়ে থাকা কন্ট্রাক্টর দরজার সঙ্গে আটকিয়ে মর্মান্তিকভাবে জখম হয়ে মারা যান।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ (এসও) অপু মন্ডল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের দরজা কেটে নিহতকে বের করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিষ কুমার স্যানাল জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনরা আসলে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার