Top
সর্বশেষ

হলের তালা ভাঙা সিন্ডিকেটের সিদ্ধান্তের পরিপন্থী: জাবি প্রশাসন

২১ ফেব্রুয়ারি, ২০২১ ৪:১২ অপরাহ্ণ
হলের তালা ভাঙা সিন্ডিকেটের সিদ্ধান্তের পরিপন্থী: জাবি প্রশাসন
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্ভুত পরিস্থিতিতে মিছিল, জমায়েত, আবাসিক হলের তালা ভাঙা ইত্যাদি সিন্ডিকেটের সিদ্ধান্তের পরিপন্থী বলে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন৷

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা এক প্রেস বিবৃতিতে এ কথা উল্লেখ করেন৷

আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলার ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে দুপুর ১২ টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল খোলাসহ ৩ দফা দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন এবং তালা ভেঙে হলে প্রবেশ করেন।

শেয়ার