Top

হামলার বিচারসহ জাবি শিক্ষার্থীদের ৬ দফা দাবি

২১ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
হামলার বিচারসহ জাবি শিক্ষার্থীদের ৬ দফা দাবি
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের উপর পরিকল্পিত হামলার বিচার ও ২৪ ঘন্টার মধ্যে মামলা করাসহ ৬ দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এসব দাবি তুলেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ আবর্তনের শিক্ষার্থী সামিয়া হাসান লিতু।

দাবিগুলো হলো, দ্রুত পরিকল্পিত এ হামলার বিচার করতে হবে ও ২৪ ঘন্টার মধ্যে মামলা করতে হবে, গেরুয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের পুলিশি হেফাজতে ক্যাম্পাসে নিয়ে আসতে হবে, নিরাপত্তার স্বার্থে হল খুলে দিতে হবে, শুধু আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় নয়; ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরও সকল ক্ষতিপূরণ দিতে হবে, ক্যাম্পাসের আশেপাশের সকল শিক্ষার্থীদের দায়িত্ব কর্তৃপক্ষের নিতে হবে এবং এই ঘটনাকে কেন্দ্রকরে ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তার দায়ভার শিক্ষার্থীদের নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিতে হবে।

মামলা দেয়ার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী জানান, ‘মামলার কাজ শেষ পর্যায়ে। কিছু সংশোধনী ছিল, তাই দেরি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মামলার কাজ সম্পন্ন হবে।’

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গেরুয়ার স্থানীয় লোকজনের সংঘর্ষের জেরে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট কয়েক দফা দাবি জানিয়ে উপাচার্যের বাসভবনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। একপর্যায়ে প্রশাসন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন এবং গেরুয়ায় সীমানা প্রাচীর সহ গেইট নির্মাণের দাবি মেনে নিলেও রাষ্ট্রীয় বিধিনিষেধ থাকায় শিক্ষার্থীদের হলে ওঠার দাবির সঙ্গে একমত হয়নি।

শেয়ার