Top
সর্বশেষ

মাগুরা আদালতে বিতর্কিত চাঁদকে হাজির

১৬ জুলাই, ২০২৩ ২:১১ অপরাহ্ণ
মাগুরা আদালতে বিতর্কিত চাঁদকে হাজির
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গনে রাজশাহী বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে পুলিশ আজ সকালে হাজির করলে একদল ক্ষিপ্ত জনগণ তার উপর হামলা করলে ১ পুলিশ সহ বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে।

রাজশাহী বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে রবিবার সকালে পুলিশ মাগুরা আদালতে দায়েরকৃত মামলায় হাজিরা দিতে আনলে তার উপর কতিপয় লোক হামলা চালায় এ সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে যুবদল ও যুবলীগের নেতা কর্মীরা। সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ এ সময় ১৫ জনকে আটক করে। পরে তাদের ছেড়ে দেয়া হয়। রাজশাহী বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আবু সাঈদ চাঁদ বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান মাগুরা জুডিশিয়াল ম্যাজিঃ আদালতে এ মামলা দায়ের করেন।

উক্ত মামলায় আবু সাঈদ চাঁদকে রবিবার সকালে মাগুরা আদালতে পুলিশ হাজির করলে এঘটনা ঘটে। আবু সাঈদ চাঁদের আইনজীবী ওয়াসিকুর রহমান কল্লোল জানান, মাগুরা সদর আদালতে একটি মামলায় তাকে হাজির করলে কতিপয় লোক তার উপর হামলা করে। পরে আদালতে তার জামিনের আবেদন এবং রিমান্ডের আবেদন করা হলে ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুর কবির সোমবার ১৭ জুলাই বাদীপক্ষের আইনজীবীর রিমান্ড শুনানী ও আসামী পক্ষের জামিনের আবেদনের শুনানীর দিন ধার্য করে মাগুরা কারাগারে রাখার নির্দেশ দেন।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, আবু সাঈদ চাঁদকে আদালতে ঢোকানোর সময় উত্তেজিত জনতা রাজাকার শ্লোগান দিয়ে জুতা স্যান্ডেল নিক্ষেপ করে। এসময় পুলিশের হাবিলদার মফিজ রক্তাক্ত জখম হয়। পরিস্থিতি স্বাভাবিক করেতে ১৫ জনকে আটক করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় আদালতের কার্যক্রম ব্যাহত হয়।

শেয়ার