Top
সর্বশেষ

বিএইচবিএফসি’র আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদ্যাপন

২১ ফেব্রুয়ারি, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
বিএইচবিএফসি’র আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদ্যাপন

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযথ মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে।

বিএইচবিএফসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক (অতিঃ দায়িত্ব) অরুন কুমার চৌধুরী এর নেতৃত্বে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সদর দফতরে প্রতিষ্ঠিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিএইচবিএফসি’র বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পরিষদ, অফিসার কল্যাণ সমিতি এবং জোনাল অফিস-ঢাকা উত্তর ও দক্ষিণ এবং এর আওতাধীন সকল রিজিওনাল ও শাখা অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্ব-স্ব ম্যানেজারগণের নেতৃত্বে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। ব্যবস্থাপনা পরিচালক জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ মাতৃকার মঙ্গল ও উন্নয়নের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলকে আহবান জানান।

শেয়ার