Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজ ছাত্রীসহ ২ জন নিহত

১৭ জুলাই, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজ ছাত্রীসহ ২ জন নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

ঢাকা-বগুড়া মহাসগকের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা নামক স্থানে ট্রাকচাপায় কলেজ ছাত্রীসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

তারা হলো- বগুড়া জেলার ধুনুট উপজেলার শ্যামগাঁতী গ্রামের জহির রায়হানের মেয়ে কলেজ ছাত্রী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)। তারা সম্পর্কে চাচি-ভাতিজি। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার রাতে তারা মোটরসাইকেল যোগে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কলেজ ছাত্রীসহ ওই ২ জন ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার