Top
সর্বশেষ

নড়াইলে গাছের চারা বিতরণ

১৭ জুলাই, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ণ
নড়াইলে গাছের চারা বিতরণ
নড়াইল প্রতিনিধি :

নড়াইলে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত রোববার শহরের মুচিরপোল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা।

নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে সংগঠনের আহ্বায়ক ডা. তপন কুমার সরকারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, নড়াইল পৌর বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির, সাবেক ছাত্রনেতা মহিদুর রহমান, কাজী মনিরুজ্জামান বাবু প্রমূখ।

নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে সংগঠনের আহ্বায়ক ডা. তপন কুমার সরকার বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডে দুই হাজার ২শ টি আমড়া, আমলকিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। একটি ট্রাকে করে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে বিনামূল্যে এসব চারা পৌঁছে দেয়া হবে।

শেয়ার