Top
সর্বশেষ

অসুস্থ প্রতিবন্ধীসহ পরীক্ষার্থীর পাশে ইউএনও

১৮ জুলাই, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ণ
অসুস্থ প্রতিবন্ধীসহ পরীক্ষার্থীর পাশে ইউএনও
কেশবপুর প্রতিনিধিঃ :

যশোরের কেশবপুরে আমির আলী নামে এক অসুস্থ অসহায় প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। গত সোমবার সকালে তিনি ওই অসুস্থ প্রতিবন্ধীকে চিকিৎসা খরচ বাবদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

অসহায় প্রতিবন্ধী আমির আলী উপজেলার ঈমাননগরে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করছেন। আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে না পারার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এর আগে গত রোববার বিকেলে বালিয়াডাঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আল-আমিন হোসেনকে পরীক্ষার ফি ও অন্যান্য খরচ বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

আল-আমিন হোসেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগ হতে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরিবারের আর্থিক সমস্যার কারণে পরীক্ষার ফি দিতে না পারার বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।

শেয়ার