Top

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ট্যাব নিয়ে নিলো শিক্ষক

১৮ জুলাই, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ট্যাব নিয়ে নিলো শিক্ষক
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ঋতুপর্ণার প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দেওয়ার পর সেটা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধান শিক্ষক সাদেকুল আমিনের বিরুদ্ধে ৷ এ ঘটনায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।

ভুক্তভোগী ঋতুপর্ণার দাবি, সে দশম শ্রেণীর শিক্ষার্থী। পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করায় সে স্কুলে চতুর্থ হয়। মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহার একটি করে ট্যাব দেওয়া হয়েছে। সেই ট্যাব আমিও পেয়েছিলাম তবে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক সাদেকুল আমিন আমার থেকে ট্যাবটি ফেরত নিয়ে নেয়।

শিক্ষার্থী ঋতুপর্ণা বলেন আমাকে ট্যাব দিলোই বা কেনো আবার নিয়ে নিলো কেনো বুঝলাম না।

এ বিষয়ে স্কুল শিক্ষার্থী ঋতুপর্ণার মা রাশিদা খাতুন বলেন, আমার মেয়ের প্রধানমন্ত্রীর দেওয়া উপহার একটি ট্যাব উপজেলা থেকে আমার মেয়েকে দিয়েছে। তাহলে স্কুলের প্রধান শিক্ষক সেটা আবার নিয়ে নিলো কেনো ৷ নিয়ে আবার আরেকজনকে দিলো কেনো। আমার মেয়ের ট্যাব ফেরত নিয়ে নেওয়ার কারণে আমার মেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলো আমরা সবাই জানতে পেরে আত্মহত্যায় বাধা দেই ।

মাদ্রাসার শিক্ষার্থী ঋতুপর্ণার মা রাশিদা খাতুন আরো বলেন, আমার মেয়ের রোল নাম্বার ৪। যেই মেয়ের রোল নাম্বার ১ ছিলো তার বিয়ে হয়ে যায় এ কারণে যার রোল নাম্বার ৫ তাকে এগিয়ে নিয়ে এসে রোল নাম্বার ৩ বানিয়েছে।

উক্ত অভিযোগ স্বীকার করে অভিযুক্ত কালিকাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার সাদেকুল আমিন বলেন। আমি ঋতুপর্ণার ট্যাব নিয়ে আরেকজন ছেলেকে দিয়েছি৷

এ বিষয়ে ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন। এমন অন্যায় করার সুযোগ নেই।

শেয়ার