Top
সর্বশেষ

নওগাঁয় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি

১৮ জুলাই, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ
নওগাঁয় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি
নওগাঁ প্রতিনিধি :

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার দুপুরে নওগাঁয় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু এই পদযাত্রায় বিএনপি নেতাকর্মীদের বিপুল জমায়েত ঘটে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রার কারণে শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি বেলা ১১টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও তা দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়। পদযাত্রাটি শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার জেলা স্টেডিয়ামের সামনে থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত হওয়ার কথা থাকলেও। পরে পদযাত্রাটি সংক্ষিপ্ত করে শহরের কেডির মোড় থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত করা হয়।

পদযাত্রাকে ঘিরে ঘিরে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নওগাঁ সদরসহ জেলার ১১টি উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা শহরের ঢাকা বাস স্টান্ড এলাকার জেলা স্টেডিয়াম মাঠের সামনে ফাকা জায়গায় জড়ো হতে থাকে। পরবর্তীতে কেডির মোড় থেকে পদযাত্রা শুরুর সিদ্ধান্ত হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে সেখানে জড়ো হওয়া লোকজন খন্ড খন্ডভাবে এসে কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়। সেখানে সমবেত নেতাকর্মীরা সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকে। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আসা শেষ হলে দুপুর ১২টার দিকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের কেডির থেকে শুরু করে মুক্তির মোড় হয়ে শহরের প্রধান সড়ক ধরে বালুডাঙ্গা বাস স্টান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আরম বুলেট, পত্নীতলা উপজেলা বিএনপির নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শেয়ার