Top
সর্বশেষ

সোলার হোম সিস্টেম সড়ক বাতিতে অনিয়ম প্রকল্পের মেয়াদ শেষ না হতেই অকেজো

১৮ জুলাই, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
সোলার হোম সিস্টেম সড়ক বাতিতে অনিয়ম প্রকল্পের মেয়াদ শেষ না হতেই অকেজো
পাবনা প্রতিনিধি, :

পাবনার ঈশ্বরদীতে প্রায় ১১ কোটি টাকার সৌর বৈদ্যুতিক “সোলার হোম সিস্টেম প্রকল্পের” ১৯৩৮ টি সড়ক বাতির মধ্যে ১৬৬৪ টি বাতির মেয়াদ মেরামত করার কোম্পানির মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালে। আর ২০১৯ – ২০ অর্থ বছরে বরাদ্দকৃত ২৭৪ টি সড়ক বাতির মেয়াদও চলতি বছরের জুনে শেষ হয়েছে। এই ২৭৪ টি সড়ক বাতির মধ্যে আনুমানিক ৬০ – ৬৫ টি বাতি জ্বলছে।

দীর্ঘদিন ধরে সড়ক বাতিগুলো নষ্ট হয়ে পড়ে থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণ ও মেরামতের নির্দেশনা বা বাজেট না থাকায় প্রায় সড়ক বাতিগুলো পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। এই কারণে বিভিন্ন এলাকায় নষ্ট হওয়া সড়ক বাতিগুলোর সোলার প্যানেল, সোলার হোম ও খুঁটি চুরি হয়ে যাওয়ার খবর বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে। তবে ঠিক কতটি সোলার প্যানেল, সোলার হোম ও খুঁটি চুরি হয়েছে তার কোন হিসেবে জানা নেই। আর উপজেলায় প্রতিটি সড়ক বাতি স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তিন হাজার টাকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) দুই হাজার টাকা এবং স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দিতে হয়েছে এক হাজার টাকা করে। এসব বিষয়ে ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তহিদুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। তবে সড়ক বাতি স্থাপনকারী প্রতিষ্ঠানের নিকট থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন এই কর্মকর্তা।

তবে গত এক সপ্তাহ ধরে উপজেলার লক্ষ্মীকুন্ডা, সাহাপুর, পাকশী, সলিমপুর, দাশুড়িয়া, মুলাডুলি ও সাঁড়া ইউনিয়ন ঘুরে অন্তত অর্ধ শতাধিক স্থানের সোলার প্যানেল, সোলার হোমসহ লোহার খুঁটি স্থাপনকৃত জায়গা থেকে অদৃশ্য হওয়ার আলামত পাওয়া গেছে। সোলার প্যানেল খোলা দেখা গেছে অন্তত ৮০টি। শতাধিক জায়গায় খোলা রয়েছে সোলার হোম বাতি। তবে সড়ক বাতি চুরির সংখ্যা উপজেলার সাঁড়া, সলিমপুর, পাকশী ইউনিয়নে সবচেয়ে বেশি দেখা গেছে।

ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, এ প্রকল্পের অধীনে এই উপজেলায় ২০১৬-১৭ অর্থ বছরে ৫৬৯ টি, ২০১৭-১৮ অর্থ বছরে ৪৬৮ টি, ২০১৮-১৯ অর্থ বছরে ৪৯৯ টি ও ২০১৯-২০ অর্থ বছরে ২৭৪ টি সড়ক বাতি স্থাপন করা হয়। উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ১৯৩৮ টি সড়ক বাতি স্থাপন করা হয়েছিল। এর মধ্যে সোলার হোম সিস্টেমের ৬৭৭ টি, এসি সিস্টেমের ২৪ টি ও স্ট্রিট লাইট ১২৩৭টি। যার প্রতিটিতে ব্যয় হয়েছে ৫৬ হাজার টাকা। এই হিসেবে মোট ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা ।

প্রকল্পের একাধিক সূত্রে জানা যায়, এই প্রকল্পের অধীনে সারা দেশের ন্যায় ঈশ্বরদী উপজেলাতেও সড়ক বাতিগুলোর বেহাল দশা সৃষ্টি হয়েছে। সরকারীভাবে সড়ক বাতিগুলো রক্ষণাবেক্ষণ ও মেরামতের কোন বরাদ্দ নেই। এমন কি স্থানীয়ভাবে মেরামত ও রক্ষণাবেক্ষণেরও নির্দেশনা রাখা হয়নি। তবে এ প্রকল্পের নির্দেশ মোতাবেক ঈশ্বরদীর মোট বরাদ্দকৃত মূল্যের ১০ শতাংশ অর্থ জামানত হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) যৌথ স্বাক্ষরে সংরক্ষিত রাখা হয়। বিনামূল্যে স্থাপিত সড়ক বাতিগুলো রক্ষণাবেক্ষণ ও মেরামত প্রদান করার কথা ছিল। সেই জামানতের টাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগসাজশে ভাগাভাগির মাধ্যমে করা হয়েছে আত্মসাৎ । বরাদ্দের অর্থ বছর হিসেবে উপজেলায় প্রকল্পের প্রায় ৯০-১০০ ভাগ সোলার হোম সিস্টেম প্রকল্পের সড়ক বাতিগুলো নষ্ট হয়ে গেছে। আলোর পরিবর্তে নেমে এসেছে অন্ধকার। আর সেই ১১ কোটি টাকার সোলার হোম সিস্টেম প্রকল্পের বাতি ও খুঁটি এখন যাচ্ছে চোরের পেটে। ভাংড়ি হিসেবে চোরেরা ভাংরীর দোকানে কেজি দরে বিক্রয় করছে সেসব বাতির খুঁটি।

সূত্র মতে, প্রকল্পের শুরুতেই একটি সিন্ডিকেট এ বরাদ্দের অধিকাংশ অর্থই হাতিয়ে নিয়েছেন। এই কারণে নিম্নমানের ও নাম সর্বস্ব সৌর বৈদ্যুতিক সোলার প্যানেল, সোলার হোম দেওয়ায় স্বল্প নির্ধারিত সময়ের আগেই সড়ক বাতিগুলো নষ্ট হয়ে গেছে। দেশের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ইডকলের পরামর্শে বেসরকারি এনজিও টিএমএসএস এইসব সড়ক বাতি স্থাপন করে। বাতিগুলোর মেয়াদ তিন বছর ছিলো। মেয়াদ শেষ হওয়ায় কোম্পানি থেকে নষ্ট বাতিগুলো আর মেরামত করা হচ্ছে না। প্রকল্পটি ছিল এক কালিন সময়ের জন্য। ফলে সড়ক বাতি নষ্ট হলে মেরামত কিংবা রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়নি অর্থ বরাদ্দ কিংবা নির্দেশনা।

ঈশ্বরদী উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গত এক সপ্তাহধরে ঘুরে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলায় বরাদ্দকৃত ২০১৬-১৭ অর্থ বছরে ৫৬৯ টি, ২০১৭-১৮ অর্থ বছরে ৪৬৮ টি, ২০১৮-১৯ অর্থ বছরে ৪৯৯ টি মোট ১৫৩৬ টি সড়ক বাতি পুরো নষ্ট হয়ে গেছে। আর ২০১৯-২০ অর্থ বছরে ২৭৪ টি সড়ক বাতির মধ্যে ৭০ শতাংশ জ্বলে না। আর যেগুলো জ্বলে সেগুলোর আলো টিমটিমে।

সূত্রগুলো মতে, অন্ধকার এলাকার সড়ক, হাট-বাজার, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, মন্দির, শ্মশানঘাট, সরকারী কার্যালয় ও ক্লাবগুলোতে এসব সৌর বৈদ্যুতিক বাতিগুলো লোহার পাইপের খুটিতে সংযুক্ত করে স্থাপন করা হয়। সারাদিন সুর্য্যের আলো থেকে চার্জ সোলার হোমে জমা করে সন্ধ্যার পর স্বয়ংক্রিয়ভাবে সৌর বৈদ্যুতিক বাতিগুলো জ্বলে। এই বাতিগুলোর আলোর কারণে অন্ধকার এলাকাসহ সড়কে স্বাচ্ছন্দে কিছুদিন চলাফেরা করা গেছে। কিন্তু খুটিসহ বাতিগুলো স্থাপনের কয়েক মাস পর থেকেই বাতিগুলো আর জ্বলে না। দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় কোথাও থেকে খুটিগুলো চোরেরা উপড়ে তুলে নিয়ে যাচ্ছে। আবার কোথাও থেকে সোলার হোমসহ বাতি খুলে নেওয়া হয়েছে। এখন শুধু খুঁটি দাঁড়িয়ে আছে। কোথাও খুটিগুলোও উপড়ে তুলে নিয়ে ভাংরীর দোকানে বিক্রয় করা হচ্ছে।

আবার এই সুযোগে উপজেলার পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের সোলার হোম সিস্টেম প্রকল্পের সড়ক বাতিগুলোর খুঁটির রং পরিবর্তন করে এলজিএসপি-৩ (লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩) প্রকল্প দেখিয়ে বরাদ্দ দেওয়া ৮ লাখ ৬ হাজার ৩০৮ টাকা ইতোমধ্যে আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু কেন এই অনিয়ম ও দুর্নীতি করেছেন জানতে চেয়ে ঈশ্বরদী প্রকল্প কর্মকর্তা পিআইও তৌহিদুল ইসলাম নোটিশ প্রদান করেন। কিন্তু এরকম আর ভুল হবে না দুঃখ প্রকাশ করে উপজেলা প্রশাসনের সঙ্গে রফাদফা করে বিষয়টি ধামাচাপা দিয়েছেন চেয়ারম্যান পিন্টু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একাধিক সূত্র মতে, ২০১৬ সালে দেশব্যাপী দূর্গম এলাকার জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের সোলার হোম সিস্টেম প্রকল্প চালু করা হয়। টিআর কাবিখায় বরাদ্দকৃত অর্ধেক অর্থ সোলার প্যানেল ও ব্যায়োগ্যাস স্থাপনের কাজে ব্যয় বাধ্যতামূলক করা হয়। বাকি টাকা অবকাঠামো উন্নয়ন কাজে ব্যয় হবে। টিআর ও কাবিখা কর্মসূচির প্রকল্পের ৫০ শতাংশ অর্থ সোলার হোম সিস্টেম স্থাপনের কাজে ইডকলের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়। ইডকলের সাথে আলোচনা করে প্রকল্পের মূল্যের ১০ শতাংশ অর্থ জামানত হিসেবে নির্দেশিকা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে সংরক্ষিত থাকার নির্দেশনা ছিল। বিনামূল্যে স্থাপিত সোলার হোম সিস্টেমের সড়ক বাতিগুলো রক্ষণাবেক্ষণ ও সার্ভিস প্রদান করার কথা ছিল।

আর ৩ বছর মেয়াদ উত্তীর্ণের পরে প্রকল্পের কাজ সঠিকভাবে হয়েছে প্রমাণিত হলে জামানতের সম্পূর্ণ টাকা প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানকে ফেরত দেওয়ার নির্দেশ ছিল। প্রকল্প যথাযথ ভাবে বাস্তবায়িত না হলে অথবা সেবা সন্তোষজনক বিবেচিত না হলে জামানতের অর্থ বাজেয়াপ্ত হওয়ার কথা ছিল। অর্থ বছর শেষে বাস্তবায়িত সকল প্রকল্পের সমাপ্তির প্রতিবেদন ইডকল সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক-এর প্রতিস্বাক্ষরে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ ছিল। কিন্তু অনেক ক্ষেত্রেই প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন না করেই বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আতাঁত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। এই কারণে সরকারের প্রশংসনীয় এ প্রকল্পটি অনেকাংশেই সফল হয়নি বলেও সূত্রগুলো দাবি করেন।

ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তহিদুল ইসলাম বলেন, এই প্রকল্পের অধীনে উপজেলায় ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ১৯৩৮ টি সড়ক বাতি স্থাপন করা হয়েছিল। দেশের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ইটকলের পরামর্শে বেসরকারি এনজিও টিএমএসএস এসব সড়ক বাতি স্থাপন করেছে। মেয়াদ তিন বছর ছিলো। উপজেলার ১৯৩৮ টি সড়ক বাতির মেয়াদ শেষ হয়ে গেছে। প্রায় সকল বাতিই নষ্ট হয়ে গেছে। তারপরও উপজেলা চত্তরের কিছু বাতি মেরামত করে দেওয়ার জন্য স্থাপনকারী ঠিকাদারী প্রতিষ্ঠান টিএমএসএস কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় কোম্পানি থেকে নষ্ট হওয়া সড়ক বাতিগুলো আর মেরামত করা হচ্ছে না। বাতিগুলো জ্বলছে না। দেখা শোনাও করা হয় না। এই সুযোগে চোরেরা খুঁটি, ব্যাটারি ও বাতি চুরি করছে। চুরির বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কোন পদক্ষেপ নেওয়া যায় কিনা ভেবে দেখা হবে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার