Top
সর্বশেষ

ভারতে পাচারকালে ৩ কোটি টাকার সোনার বার জব্দ

১৮ জুলাই, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
ভারতে পাচারকালে ৩ কোটি টাকার সোনার বার জব্দ
যশোর প্রতিনিধি :

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৩০ পিস সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও জব্দ করেছে বিজিবি।

তিন কেজি ৪৯৮ গ্রাম ওজনের সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৮০ হাজার টাকা।মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন সোনা পাচারকারীকে ধাওয়া দিলে তারা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি গামছা কৌশলে ফেলে পালিয়ে যায়। পরে গামছাটি তল্লাশি করে তার ভেতরে কসটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় তিন কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি ৮০ হাজার টাকা। জব্দকৃত সোনার বারগুলো যশোর কাস্টমসের ট্রেজারিতে জমা করা হয়েছে।

শেয়ার