Top
সর্বশেষ

ট্রাকচাপায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

১৯ জুলাই, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ
ট্রাকচাপায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জ শহরের নিউ ঢাকা রোডের চামড়াপট্টি এলাকায় ট্রাকচাপায় শামসুল হক (৪৩) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার জগৎগাতীঁ গ্রামের মৃত গোলজার হেসোনের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

পুলিশ জানায়,উক্ত শামসুল হক গত মঙ্গলবার দুপুরে শহর এলাকায় সবজি বিক্রি করে বাড়ি ফিরছিল। এ সময় উল্লেখিত স্থানে বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার