Top
সর্বশেষ

শহীদ মিনারে এফবিসিসিআই’র পুষ্পস্তবক অর্পণ

২১ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
শহীদ মিনারে এফবিসিসিআই’র পুষ্পস্তবক অর্পণ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম।

রোববার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে শেখ ফজলে ফাহিম এ পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এফবিসিসিআই সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন রাজেশ, পরিচালক সুজিব রঞ্জন দাস ও মো. মুনির হোসাইন এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার