Top
সর্বশেষ

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

১৯ জুলাই, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন
জামালপুর প্রতিনিধি : :

জামালপুরের মেলান্দহে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের পর শশুর বাড়ির লোকজন ভুক্তভোগী নারীকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী হ্যাপী আক্তার (২৬) থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

হ্যাপী আক্তার উপজেলার দুরমুঠ ইউনিয়নের মৃত আব্বাস আলীর মেয়ে ও মেলান্দহ পৌরসভার মুসলিমনগর এলাকার মনির হোসেনের স্ত্রী।

অভিযুক্তরা হলেন মনির হোসেন (২৮),তারা মিয়া, মনোয়ারা বেগম (৫০),আঃ হাকিম রনি (২৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, আডাই বছর পূর্বে ভুক্তভোগী হ্যাপী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে হ্যাপী আক্তারকে নির্যাতন করতো। গত মঙ্গলবার দিবাগত রাত ১ ঘটিকার সময় যৌতুকের দাবিতে কিল ঘুষি সহ লাঠি দ্বারা আঘাত করে।পরে ভুক্তভোগী হ্যাপী আক্তারের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে।রাতেই অভিযুক্তরা হ্যাপী আক্তারকে বাড়ি থেকে বের করে দেয়।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গেলে পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী মেয়েটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে নিয়মিত মামলা রুজু করা হবে।

শেয়ার