Top
সর্বশেষ

হেরোইন রাখায় দায়ে এক নারীর যাবজ্জীবন কারাদন্ড

২০ জুলাই, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ
হেরোইন রাখায় দায়ে এক নারীর যাবজ্জীবন কারাদন্ড
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নীলা ওরফে কনা (২৯) নামে এক নারীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত নীলা চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বড়বাগডাঙ্গা গিধনীপাড়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় দেন। ওই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের ৩ আগস্ট রাতে রাজশাহী-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র‍্যাব-১২ সদস্যরা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪৮ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক গত মঙ্গলবার উল্লেখিত রায় ঘোষণা করেন।

শেয়ার