Top
সর্বশেষ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

২০ জুলাই, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের
শেরপুর প্রতিনিধি : :

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় ফেলার উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গত বুধবার উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া এলাকায়। কৃষক ফেলার উদ্দিন পশ্চিম বাকাকুড়া গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক ফেলার উদ্দিন বাড়ির পাশেই তার নিজের ক্ষেতে আমন ধান রোপণের উদ্দেশ্যে ভোরবেলা থেকে বীজতলা তৈরি করছিলো। সকাল ৯ টার দিকে তিনি নাস্তা খাবার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পেছন থেকে দ্রতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।ফলে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় মোটরসাইকেল চালক একই গ্রামের খোরশেদের ছেলে শফিকুল ইসলাম (১৪) আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঝিনাইগাতী থানার এস আই আমিনুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এবিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার