Top

শেখ রাসেল মেমোরিয়াল সংস্থার উদ্যোগে বিধবা-প্রতিবন্ধীদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ

২২ জুলাই, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ণ
শেখ রাসেল মেমোরিয়াল সংস্থার উদ্যোগে বিধবা-প্রতিবন্ধীদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, বিধবা-প্রতিবন্ধীদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে জেলা শহরের বালিগ্রাম মাঝপাড়া হরতকিতলায় শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সামনে এসব খাদ্য সামগ্রী বস্ত্র বিতরণ করা হয়।

পরে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়। ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সদস্য মিজানুর রহমান মিঠুন মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল ওদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে দেশের চিত্র। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, দলের মধ্যে থেকেও অনেকেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা রকম চেষ্টায় লিপ্ত রয়েছে। তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন খাতে উন্নয়ন করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে দলীয় প্রার্থীকে নির্বাচিত করার কোন বিকল্প নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, জেলা আ.লীগের সদস্য শহিদুল হুদা অলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, কৃষকলীগের সাধারণ আব্দুস সামাদ বকুলসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শেয়ার