Top
সর্বশেষ

শৈলকুপায় বিএডিসির সেচখাল থেকে যুবকের লাশ উদ্ধার

২২ জুলাই, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ
শৈলকুপায় বিএডিসির সেচখাল থেকে যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রামের বিএডিসি সেচখাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে শৈলকুপা থানা পুলিশ। উপজেলার ভগবাননগর গ্রামের মাঠের ভিতর থেকে বিএডিসির খাল থেকে ইদ্রিস আলী (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ইদ্রিস আলী একই গ্রামের সানারদ্দীন মণ্ডলের পুত্র।

১৫ নং ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, গতকাল বিকাল ৬ টা থেকে হঠাৎ নিখোজ হয় ইদ্রিস আলী।পরে অনেক খোঁজা খুজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে খালে দুইজন কৃষক পাট জাগ দেওয়ার সময় ইদ্রিস আলীর মৃতদেহ দেখতে পাই। পরে আমরা ঘটনা স্থলে এসে পুলিশকে খবর দিই।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রথমিক তদন্তে মনে হচ্ছে এটি হত্যা নয়। তবে অধিকতর তদন্ত ও ময়নাতদন্তের শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।

শেয়ার