Top
সর্বশেষ

কিশোর গ্যাং দলনেতা অস্ত্রসহ গ্রেপ্তার

২২ জুলাই, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
কিশোর গ্যাং দলনেতা অস্ত্রসহ গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং দলনেতা তৌফিকুল ইসলাম ওরফে তৌফিককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তৌফিক (১৯) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মৃত কুরবান আলীর ছেলে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার হেফাজতে থাকা একটি চাইনিজ কুড়াল ও তিনটি বড় চাকু জব্দ করা হয়। পরে দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

ওসি বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল তৌফিক। গ্রুপের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে শহরে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ পেয়ে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তৌফিকের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কিশোর গ্যাং গ্রুপের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি।

শেয়ার