Top
সর্বশেষ

নবজাতক সন্তান দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতার মৃত্যু

২৪ জুলাই, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ
নবজাতক সন্তান দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতার মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রূপপুর উড়িরচর মহল্লায় শশুরবাড়ি নবজাতক সন্তানকে দেখতে এসে ফয়সাল (২৩) নামে এক পিতা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। নিহত ফয়সাল টাঙ্গাইল জেলার মধূপর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে টাঙ্গাইলের মধূপর গ্রামের আনোয়ারের ছেলে ফয়সালের সাথে ওই মহল্লার মৃত মজনুর মেয়ে সুমির বিয়ে হয়। গত শনিবার সন্ধ্যায় শ্বশুর বাড়িতে জামাই ফয়সাল তার নবজাতক শিশু সন্তানকে দেখতে আসে। এরপর সে ঘরের চালের উপর থেকে বাদামী পাড়তে গিয়ে এক পর্যায়ে সে চালের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।

স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে এনায়েতপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, এ ঘটনাটি এখনও কেউ জানায়নি বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার