Top

ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

২৪ জুলাই, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি
মাগুরা প্রতিনিধি  :

এডিস নির্মূলে সোচ্চার হই,দায়িত্বশীল নাগরিক হই এই প্রতিপাদ্য বাস্তবায়নে আজ মাগুরায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, লিফলেট বিতরণ, এডিস মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আনসার ও ভিডিপি মাগুরা জেলা কমান্ড্যান্টের কার্যালয় এর আয়োজনে র‌্যালি, লিফলেট বিতরণ, এডিস মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী।

এডিস মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জনসাধারণের মাঝে লিফলেট বিতরন, ডেঙ্গু প্রতিরোধকল্পে এডিস মশক নিধনে ঔষধ স্প্রে, ফগারগান স্প্রে, বিভিন্ন যায়গায় জমে থাকা পানি পরিস্কার ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এডিস মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির সার্কেল এ্যাডজুটেন্ট আজিজুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট এইচ এম বেলাল হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদস্য ও জনসাধারনগন উপস্থিত ছিলেন এবং ডেঙ্গু প্রতিরোধকল্পে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শেয়ার