Top
সর্বশেষ

না ফেরার দেশে শিক্ষক ও নাট্যাভিনেতা আব্দুস সালাম

২৪ জুলাই, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
না ফেরার দেশে শিক্ষক ও নাট্যাভিনেতা আব্দুস সালাম
শেরপুর প্রতিনিধি: :

খুব ভোরে সবার ঘুম ভাঙার আগেই ৭৮ বছর বয়সে পাড়ি দিলেন না ফেরার দেশে শেরপুরের নালিতাবাড়ীর আরাইআনী নিবাসী শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব আব্দুস সালাম। সোমবার ভোর ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করেন পাহাড়ি জনপদের বরেণ্য শিক্ষক ও অভিনেতা।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবীর।অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে।

মরহুম আব্দুস সালাম সেতুবন্ধন নাট্যগোষ্ঠীর পরিচালক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন,প্রেসক্লাব ও শুভানুধ্যায়ীদের অনেকেই তার চলে যাওয়ায় শোক প্রকাশ করেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা বেলা ২:৩০ ঘটিকায় হিরন্ময়ী উচ্চবিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা বেলা ৫ ঘটিকায় গোজাকুড়া ইদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

শেয়ার