Top
সর্বশেষ

মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

২৪ জুলাই, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
কেশবপুর প্রতিনিধিঃ :

যশোরের কেশবপুরে সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসাইন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পরিমল চন্দ্র পাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এম এম মাসেদুর রহমান, সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন, আনসার ও ভিডিপির কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ দাস, মেরিন ফিশারিজ কর্মকর্তা অর্পিতা বিশ্বাস প্রমুখ। সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করা হয়।

শেয়ার