Top
সর্বশেষ

শাহরাস্তি প্রেস ক্লাবের উন্নয়ন সভা

২৪ জুলাই, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
শাহরাস্তি প্রেস ক্লাবের উন্নয়ন সভা
নিজস্ব প্রতিনিধি :

শাহরাস্তি প্রেস ক্লাবের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিভিন্ন গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ন সম্পাদক ফয়েজ আহমেদ, কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক মহি উদ্দিন।

তাছাড়া সাংবাদিক রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, রাফিউ হাসান হামজা, জাহিদ হোসেন, আবু মুসা আল সিহাব, আহসান হাবীব পাটোয়ারীসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

সভায় প্রেস ক্লাবের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল করতে আহ্বান জানানো হয়। সাংবাদিক নেতৃবৃন্দ প্রেস ক্লাবের স্থায়ী ভবন নির্মাণ, সাংবাদিকদের মান উন্নয়ন ও কর্মদক্ষতার বিষয়ে আলোচনা করেন। এসময় প্রেস ক্লাবের উন্নয়নে নতুন নেতৃবৃন্দের পাশে থাকার ঘোষণাও দেন তারা।

শেয়ার