Top

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

২৫ জুলাই, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
শেরপুর প্রতিনিধি: :

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য অফিস। গত সোমবার সকালে সদর উপজেলার ভাতশালা এলাকাস্থ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার। ওই সময় জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা, নাকুগাঁও স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার খালেকুজ্জামান সরকার, প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শরিফুর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্তসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা, মৎস্যচাষী ও জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

এবারের মৎস্য সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা, মাইকিং ও প্রচার-প্রচারণা, সফল মৎস্য চাষী উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, বিভিন্ন পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় ইত্যাদি।

শেয়ার