Top
সর্বশেষ

মহম্মদপুর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি পলাতক

২৫ জুলাই, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ণ
মহম্মদপুর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি পলাতক
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার মহম্মদপুর থানাহাজত থেকে সোয়েব মোল্যা (৩০) নামে ছয় বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গতকাল পালিয়ে গেছে।

এ ঘটনায় পুলিশের এক কনস্টেবল ও একজন এএসআইকে সাসপেন্ড করা হয়েছে।

পলাতক আসামি সোয়েব মোল্যা মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রো’নগর গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ নাসির জোসেন জানান, দেড় বছর আগে চুরির অপরাধে নড়াইলের আদালতে সোয়েবের ছয় বছরের সশ্রম কারাদণ্ড হয়। কিন্তু সাজার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গত শনিবার রাতে গ্রেপ্তার হওয়ার পরে তাকে থানা হাজতে রাখা হয়। কিন্তু পরদিন সকাল সাড়ে দশটায় দেখা যায় আসামি হাজতে নেই। এ সময় হাজতখানার সামনের রড ভাঙা পাওয়া যায়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া আসামি আটকের চেষ্টা চলছে।

দায়িত্বে অবহেলার কারণে কনস্টেবল পাপ্পু ও এএসআই শাহীনকে প্রত্যাহার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

শেয়ার