Top
সর্বশেষ

৩ কেজি গাজা সহ একজন গ্রেফতার

২৫ জুলাই, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ
৩ কেজি গাজা সহ একজন গ্রেফতার
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানের আওতায় গত সোমবার রাত সাড়ে ৮ টার সময় নাকোল ইউনিয়নের মাঝাইল মান্দারতলা গ্রামস্থ ওপায়দা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে কুষ্টিয়া-বরিশালগামী ইমন পরিবহন থেকে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম কে গ্রেফতার করেছে।

মাগুরার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্বাবধানে এসআই শরিফুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মনিরুল ইসলামকে গ্রেফতার করেন। মনিরুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া এলাকা থেকে মাদক নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

এ ব্যাপারে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার