Top
সর্বশেষ

জেলা পরিষদের অর্থায়নে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২৬ জুলাই, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ
জেলা পরিষদের অর্থায়নে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরে দক্ষতা বৃদ্ধিমূলক দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ও নারীর ক্ষমতায়নে গত মঙ্গলবার দুপুরের দিকে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বলেন,“এ বিশ্বে যা কিছু চির কল্যাণ কর, অর্ধেক তার গড়েছে নারী অর্ধেক তার নর ”। মানুষের মৌলিক অধিকার অন্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও আত্মকর্মসংস্থানে নারীর ক্ষমতায়ন বাস্তবায়নে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের গোড়ে তোলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভিশন বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নারীদের কর্মপোযোগী হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। দেশের অর্থনীতি প্রবৃদ্ধি অর্জনে নারীদের অংশগ্রহণ প্রশংসনীয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক দক্ষ প্রশিক্ষণ প্রদানের লক্ষে ১৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন নারী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে সকলকেই জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা, প্রশিক্ষণ শেষে সনদ পত্র ও সেলাই মেশিন প্রদান করা হবে।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল, সদস্য ইকরামুল হক, সংরক্ষিত সদস্য জুই পারভীন, নারগিস খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহসিন আলী প্রমুখ।

শেয়ার