শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী ঝোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেঘাদল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্ণ জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে ও প্রত্যাশী সংস্থা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্মিত ভবনগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেরপুর ৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী এ কে এম ফজলুল হক চাঁন।
এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো আব্দুল্লাহ আল বাকিউল বারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির শ্রীবরদী উপজেলা প্রকৌশলী মো মশিউর রহমান, থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, শেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক দেবাশিস ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন সালেম, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে উপজেলার কর্ণঝেড়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একে এম ফজলুল হক চাঁন এমপি।