Top

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

২৭ জুলাই, ২০২৩ ১০:৩৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ
মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রাম থেকে জামায়াতে ইসলামীর আট নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। সরকার বিরোধী নাশকতা মূলক কার্যকলাপ, উগ্র জনমত সৃষ্টির পরিকল্পনা সভা করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গত বুধবার দুপুরে মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকীর স্ত্রী জামায়াতের নারী নেত্রী রেবেকা খাতুন (৩৫), একই গ্রামের সুমন আলীর স্ত্রী জেসমিন খাতুন (৩৪), ফিরোজ আলীর স্ত্রী নাসিমা খাতুন (৩৫), আসাদুল হকের স্ত্রী কুলচম খাতুন (৩৮), মনোয়ার হোসেন এর স্ত্রী জুলেখা খাতুন (২১), শরিফ উদ্দীনের স্ত্রী শান্তনা খাতুন (৩২), মুকুল আলীর স্ত্রী শামসুন্নহার (৩৭), শরিফুল ইসলামের স্ত্রী সালমা খাতুন (৩১)।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান- গোপন সংবাদের ভিত্তিতে খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকের বাড়িতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন পালিয়ে যায়। এসময় জামায়াতের আট নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি মেহেদী রাসেল আরও জানান- সরকার সম্পর্কে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়িয়ে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে তারা এলাকার সহজ-সরল নারীদের একত্রিত করে গোপন সভা করছিল। যা জনগনের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের ধারায় তাদের নামে মামলা করা হয়েছে। গ্রেফতার হওয়া ৮ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছে পুলিশ। গ্রেফতারকতৃদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে বলেও জানান তিনি।

শেয়ার