Top
সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

২৭ জুলাই, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ণ
সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইল সদর উপজেলার গোবরা বাজারে সড়ক দুর্ঘটনায় সোহেল শেখ (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। গত বুধবার বেলা এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল খুলনার দিঘলিয়া থানা সদর এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় নসিমন চালক মাহমুদুল হাসান (৪০) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী সোহেল শেখ নসিমন যোগে খুলনার দিঘলিয়া থেকে গরু নিয়ে নড়াইলের ধোপাখোলা এলাকায় আসছিলেন। পথিমধ্যে গোবরা বাজার এলাকায় আরেকটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহেল শেখ ঘটনাস্থলে নিহত হন। চালক মাহমুদুল আহত হয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার