Top
সর্বশেষ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্পে প্রায় ১৫০ কোটি টাকা অনিয়মের অভিযোগ

২৭ জুলাই, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্পে প্রায় ১৫০ কোটি টাকা অনিয়মের অভিযোগ
পাবনা প্রতিনিধি, :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিভিন্ন প্রকল্পে প্রায় ১৫০ কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) থেকে প্রকাশিত ২০২২-২০২৩ নিরীক্ষা বছরে অডিট রিপোর্টে প্রকল্প নিয়ে ৩০টি বিষয়ের ওপর অডিট আপত্তি এসেছে। যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে অডিট আপত্তি ১৫টি বিষয়ে।

অডিট আপত্তির মধ্যে উল্লখযোগ্য হলো, প্রকল্পের বিভিন্ন খাতে বাজেট বরাদ্দের অতিরিক্ত অনিয়মিত ব্যয় ৫২ কোটি ২৮ লক্ষ ৪২ হাজার টাকা, ডিডিপি লঙ্ঘন করে উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে আর্থিক ক্ষমতা বহির্ভূত অনিয়মিতভাবে আসবাবপত্র সরবরাহের জন্য ১৫ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ১ শত ৩৩ টাকার কার্যাদেশ , ঠিকাদারের বিল হতে জামানত কর্তনের নামে কর্তনযোগ্য জামানতের অতিরিক্ত অর্থ প্রকল্প হিসাব হতে অনিয়মিতভাবে জামানত হিসেবে ১৫ কোটি ৫৫ লক্ষ ৯০ হাজার ৫ শত ৮৬ টাকা স্থানান্তর, ঠিকাদার কর্তৃক নিম্মমানের বই সরবরাহের উদ্যোগ গ্রহণ করায় সরকারের আর্থিক ক্ষতির আশঙ্কা ১২ কোটি ১৫ লক্ষ ৫৯ হাজার ৬ শত ৭ টাকা, ডিপিপিতে নির্ধারিত কাজ বাস্তবায়ন না করে কম কাজ বাস্তবায়ন করায় ৯ কোটি ১৮ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক ক্ষতি, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের অর্থ বিধি বহির্ভূতভাবে অন্য ব্যাংক হিসাবে ৭ কোটি ৪১ লক্ষ ৬৬ হাজার ৫ শত ৯৯ টাকা স্থানান্তর, চুক্তিমূল্যের অতিরিক্ত অর্থ ঠিকাদারকে পরিশোধ করায় ৪১ লক্ষ ২৬ হাজার টাকা ক্ষতি, ডিডিপি মোতাবেক প্রকল্প কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে না করতে পারায় মূল চুক্তি মূল্য বৃদ্ধি করে পরামর্শক প্রতিষ্ঠান এর সাথে সংশোধিত চুক্তি স্বাক্ষর করায় ২৮ লক্ষ ৯২ হাজার ৫ শত টাকার আর্থিক ক্ষতি, কোনরূপ আর্থিক বিধি বিধান অনুসরণ ছাড়াই গাড়ির জ্বালানি সরবরাহকারী ফিলিং স্টেশনকে প্রাপ্যতা বিহীন সুবিধা প্রদানের লক্ষ্যে ৩৭ লক্ষ টাকা অগ্রিম প্রদান করা।

এছাড়াও প্রকল্প নিয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বিতভাবে অডিট আপত্তি এসেছে। এগুলো হলো- বাজেট বরাদ্দ ছাড়াই প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় করায় আর্থিক ক্ষতি ৩১ কোটি ৫৩ লক্ষ ২৭ হাজার ২ শত ৭৮ টাকা, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিশোধিত বিল থেকে নির্ধারিত হারের আয়কর কর্তন না করায় সরকারের ২ কোটি ৪২ লক্ষ ৩ শত ৮৪ টাকার রাজস্ব ক্ষতি, বিভিন্ন প্রতিষ্ঠানের বিল হতে নির্ধারিত হারে ভ্যাট কর্তন না করায় সরকারের ১ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৯ শত ৭১ টাকা রাজস্ব ক্ষতি, প্রকল্পের জামানত হিসেবে অর্জিত সুদ সরকারি কোষাগারে জমা প্রদান না করায় সরকারের ১ কোটি ৪০ লক্ষ ৩৯ হাজার ২ শত ৭৪ টাকা রাজস্ব ক্ষতি, প্রচার ও বিজ্ঞাপন বিল হতে নির্ধারিত হারে সার্ভিস কর্তন না করায় ১ লক্ষ ১০ হাজার ৬ শত ৯৭ টাকা রাজস্ব ক্ষতি, ঠিকাদারের চুক্তি মূল্যের উপর বীমা না করায় বীমা প্রিমিয়াম এবং প্রিমিয়ামের উপর ভ্যাট সহ ৩ কোটি ৫২ লক্ষ ৫১ হাজার ৭ শত ৪৭ টাকার রাজস্ব ক্ষতি। এ ঘটনা প্রকাশের পর থেকে জেলা জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

এ সকল বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ব্যাপক অনিয়ম দুর্নীতির ফলে আশানুরূপ সাফল্য পায়নি বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এর অর্ধেক টাকাও যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাজে ব্যবহার করা হতো তবুও ছাত্র-ছাত্রীদের আধুনিকায়ন করা সম্ভব হত। কিন্তু দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সীমাহীন দুর্নীতি যেন শেষ হয় না। এই বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার করা হলে উপকৃত হতো শিক্ষার্থীরা পাশাপাশি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিণত হতো দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে।

এ সকল বিষয়ে পাবনার সচেতন নাগরিকরা জানান , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এত দুর্নীতি হচ্ছে যেটা বলার কোন ভাষা নাই। মাঝে মধ্যেই শুনি এই দুর্নীতি ওই দুর্নীতি। আসলে এরা দুর্নীতি করে এদের উৎস কোথায় থেকে। এদের দুর্নীতির মূল হোতা কে এটা খুঁজে বের করা উচিত । এছাড়া সরকারের কঠোর নজরদারি প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়ের প্রতি। তাছাড়া দেশের সম্পদ এরা লুটেপুটে খাবে।

এ বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ৩ দিন অফিসের বাইরে অপেক্ষা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়টির গণসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দেওয়ার কথা বলে তিন দিন ঘুরান।

প্রায় দেড়শ কোটি টাকা অডিট আপত্তির বিষয়ে জানতে চাইলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক লে. কর্ণেল (অবঃ) আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি জানান, অডিট আপত্তি গুরুত্বপূর্ণ কোন বিষয় না, অডিট আপত্তি আসতেই পারে, আমরা সরকারিভাবে অডিট আপত্তির বিষয়ে জবাব দিয়েছি।

শেয়ার