Top
সর্বশেষ

মাগুরায় ছেলের হাতে বাবা খুন,ছেলে গ্রেফতার

৩০ জুলাই, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ
মাগুরায় ছেলের হাতে বাবা খুন,ছেলে গ্রেফতার
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় জমি ও সম্পত্তি ভাগাভাগি নিয়ে সৃষ্ট বিরোধ কে কেন্দ্র করে ছেলের আঘাতে বাবা নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে গতকাল মাগুরা শহরের শান্তিবাগ এলাকায়।

মাগুরা থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান,নিহত হাতেম মোল্লা (৭৫) এর স্ত্রী আলেয়া বেগম মাগুরা থানায় লিখত এজাহার প্রদার কররন যে, জমি ও পাওনা টাকার জন্য তার পুত্র লিটু মোল্লা ও পুত্রবধূ তানিয়া তার বাড়ীতে এসে মারপিট করে তার স্বামী হাতেম মোল্লাকে হত্যা বরেছে।, সদর থানা পুলিশ এ ঘটনায় অভিযুক্ত লিটু মোল্যা, তানিয়াকে আটক করেছে। নিহত হাতেম মোল্যা পারনান্দুয়ালী গ্রামের মৃত মালেক মোল্যার ছেলে।

নিহতের স্ত্রী আলেয়া বেগম বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির জমি লিখে দেয়া ও নগদ আড়াই লাখ টাকার পাওনা নিয়ে আমার স্বামীর সঙ্গে বড় ছেলে লিটু মোল্যার বিরোধ চলছিল। যা নিয়ে লিটু মোল্যা প্রায়ই আমার স্বামীর উপর চড়াও হতো ও মানসিক নির্যাতন চালাতো। এরই এক পর্যায়ে ছয় মাস আগে বড় ছেলের নির্যাতন সহ্য না করতে পেরে আমরা ছোট ছেলে রিপন মোল্যা ও তার স্ত্রী সুমাইয়া পারভীনকে নিয়ে পারনান্দুয়ালী মোল্যাপাড়া এলাকার নিজ বাড়ি ছেড়ে শহরের শান্তিবাগ এলাকায় একটি ভাড়া বাসায় উঠি।

তিনি বলেন, গত শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে আমার ছেলে লিটু মোল্যা, তার স্ত্রীর তানিয়া, পারনান্দুয়ালীর মিন্টু মোল্যা, নাসির মোল্যা এ চারজন আমাদের ভাড়া বাড়িতে এসে আমার স্বামীর সঙ্গে টাকার জন্য তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আমার বড় ছেলে লিটু মোল্যা তার স্ত্রী তানিয়া আক্তারসহ অন্যরা আমার স্বামীকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ মামুন-উর-রশীদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, পারিবারিক বিবাদের জের ধরে হাতেম আলীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে হাতেম আলীর স্ত্রী আলেয়া বেগম গত শুক্রবার বিকেলে সদর থানায় হত্যা মামলা করেছেন। যার ভিত্তিতে নিহতের বড় ছেলে লিটু মোল্লা ও তার স্ত্রী তানিয়া আক্তারকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাগুরা থানায় সামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা মর্গে পাঠিয়েছে।

শেয়ার