Top

সুস্মিতা সেনের ‘তালি’ সিনেমার টিজার প্রকাশ

৩০ জুলাই, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ
সুস্মিতা সেনের ‘তালি’ সিনেমার টিজার প্রকাশ
বিনোদন ডেস্ক :

বলিউড তারকা সুস্মিতা সেন। এবার ভক্ত-অনুরাগীদের কাছে নতুন রূপে ধরা দিলেন তিনি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তালি’র টিজার। আরও একবার তার অভিনয় দক্ষতায় মুগ্ধ নেটিজেনরা। তবে এবার নজর কাড়ল তার কণ্ঠস্বরও।

সুস্মিতা সেনকে দেখা যাবে আসন্ন বায়োপিক ঘরানার সিনেমা ‘তালি’তে। যেখানে তিনি রূপান্তরকামী সমাজকর্মী শ্রীগৌরী সবন্তের চরিত্রে অভিনয় করছেন। গত বছর এ সিনেমায় তার প্রথম লুক প্রকাশ্যে আসে। আজ সে সিনেমার টিজার প্রকাশ পেতেই উত্তেজনা আলোচনার ঝড় বইছে।

টিজারের শুরুতেই শোনা যাচ্ছে সুস্মিতা সেনের গলা। নিজের পরিচয় দিতে শোনা গেলো তাকে, সামনে আয়না, ঠিক করছেন শাড়ি। সমাজে তাকে কত নামে মানুষ অভিহিত করেন সেই তথ্যই দিতে শোনা যায় তাকে।
সিনেমায় তার চরিত্রের ধরন এক বাক্যে প্রকাশ করে সুস্মিতা সেনকে বলতে শোনা যায়, ‘গালি সে তালি তক’। এরপর অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত শ্রীগৌরী সবন্তের বিভিন্ন সময়ের লড়াই বা পরিস্থিতির কথার ঝলক দেখা যায়।

টিজার থেকে মনে করা হচ্ছে এ সিনেমায় একাধিক শক্তিশালী সংলাপ শোনা যাবে। এর মধ্যে অন্যতম,‘স্বভিমান, সম্মান, স্বতন্ত্রতা, আমার এই তিনটেই চাই।সবশেষে সংলাপে ট্যুইস্ট নিয়েই টিজারের ইতি। সেখানে দেখা যাচ্ছে এক চরিত্র তাকে বলছেন, ‘যাওয়ার জন্য তৈরি, গৌরী? প্রশ্নের সপাট উত্তর গৌরীর,‘ছোটবেলা থেকেই’।

এদিন সিনেমার টিজার শেয়ার করে সুস্মিতা সেন লেখেন, ‘গালি থেকে তালি পর্যন্ত সফরের এই কাহিনি। ভারতের তৃতীয় লিঙ্গের জন্য শ্রীগৌরী সবন্তের লড়াইয়ের গল্প আনছি প্রকাশ্যে
১৫ অগাস্ট থেকে জিও সিনেমায় বিনামূল্যে দেখা যাবে এ সিনেমা। অভিনেত্রীর পোস্টে কমেন্ট করেছেন সিনেমার সহ-লেখক ক্ষিতিজ পটবর্ধন। তিনি লেখেন, ‘তুমি সবার অনুপ্রেরণা এবং সব লেখকের স্বপ্ন।’ তানিশা মুখোপাধ্যায় লেখেন, ‘বাহ! তুমি যেন আলাদাই।’সিনেমাটি নির্মাণ করেছেন রবি যাদব।

চলতি বছরের শুরুর দিকেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ করে নিজের স্বাস্থ্যের আপডেট দেন অনুরাগীদের। ‘তালি’ ছাড়াও তাকে ডিজনি প্লাস হটস্টারের ‘আরিয়া’র তৃতীয় সিজনেও দেখা যাবে।

বিপি/ এস এ এস

শেয়ার