চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি। গত রবিবার বিকেলে জেলা শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে এই সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে আট দফা দাবিতে অংশগ্রহণ করেন সিপিবির ৭ জন নেতাকর্মী। আধা ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এছাড়াও নির্বাচনে পেশী শক্তির ব্যবহার, সাম্প্রদায়িক প্রচারণা, প্রশাসনের পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে। সারাদেশে রেশন ব্যবস্থা চালু ও নায্যমূল্যের দোকান চালু করতে হবে।
সিপিবি নেতারা আরও বলেন, সারাদেশে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, বাজার সিন্ডিকেটের মূলহোতাদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। নূন্যতম মজুরি ঘোষণা, উৎপাদক ও ক্রেতা সমবায় চালু এবং সবার জন্য ১২ মাসের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। দ্বি-দলীয় বৃত্তের বাইরে বাম বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা এবং সমাজতন্ত্রের লক্ষ্যে বিল্পবী গণতান্ত্রিক পরিবর্তনের দাবি জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা শাখার সদস্য অ্যাড. সাইদুল ইসলাম, অ্যাড. হাসিবসহ বিভিন্ন স্তরের মোট ৭ জন নেতাকর্মী।