Top
সর্বশেষ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

৩১ জুলাই, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন
নড়াইল জেলা প্রতিনিধি :

মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মাদক দ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে গত রোববার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি রালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মোসাঃ সাজেদা বেগম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায়, জেলা আনসার এ্যাডজুটেন্ট বিকাশ চন্দ্র, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা , বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার