Top
সর্বশেষ

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

৩১ জুলাই, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপাতে স্ত্রী নাজমা খাতুনকে (৩৫) গলা কেঁটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রইচের বিরুদ্ধে। গত রবিবার মধ্যরাতে উপজেলার পদমদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী রইচ উদ্দীন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত স্বামী রইচের পিতার বাড়ি পার্শ্ববর্তী চরত্রিবেণী গ্রামে। তার ২য় বিবাহের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গোপনে ২য় বিবাহ করার পর ঘটনা জানাজানি হলে পারিবারিক কলহের সৃষ্টি হয়। রইচ ঢাকায় মন্ডল গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানে চাকুরী করেন। গত বৃহষ্পতিবার রাতে রইচ ঢাকা থেকে বাড়িতে আসে। এরপর এ ঘটনা ঘটিয়ে সে পালিয়েছে।

তারা আরোও জানিয়েছেন, বিয়ের ঘটনা জানাজানি হলে পূর্বেও নাজমাকে বিষ প্রয়োগ করে হত্যা চেষ্টা করেছিলেন রইচ।

এ বিষয় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, আমাদের টিম এ ঘটনার মোটিভ জানতে কাজ করছে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ আসেনি।

শেয়ার