Top
সর্বশেষ

পুলিশের অভিযানে ইয়াবাসহ আসামি গ্রেফতার

১৩ আগস্ট, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
পুলিশের অভিযানে ইয়াবাসহ আসামি গ্রেফতার
নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলে সজিব শেখ (২৯) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সজিব লোহাগড়া থানাধীন ইতনা গ্রামের তবিবুর শেখের ছেলে। গত শুক্রবার লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে লোহাগড়া থানায় ৭ টি মাদক মামলা ও ২ টি মারামারি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) আব্দুস শুকুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

শেয়ার