Top
সর্বশেষ

জাতীয় শোক দিবস উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি উত্তেজনা

১৪ আগস্ট, ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ
জাতীয় শোক দিবস উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি উত্তেজনা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাল্টপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দিনব্যাপী এ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে আতঙ্কে রয়েছে নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার এ কর্মসূচি ঘোষণা করেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস। পরদিন বৃহস্পতিবার একই স্থানে ও একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করেন স্থানীয় এমপি ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল।

উপজেলা আ’লীগের নেতা শাহাদত হোসেনসহ অনেক নেতাকর্মী সাংবাদিকদের জানান, দলের সভাপতি এমপি আব্দুল মমিন মন্ডল সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাসের সঙ্গে কথা বলেন না। বেশিরভাগ কর্মসূচিতে এমপি উপস্থিত থাকেন না এবং সাধারণ সম্পাদক নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করেই কর্মসূচী আহ্বান করেন। দলীয় কার্যালয়ে বসে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে এ কর্মসূচির ঘোষণা করেন আশানূর বিশ্বাস। পরদিন এমপি তার অনুসারীদের নিয়ে বসে এই পাল্টা কর্মসূচি ঘোষণা করেন। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন, উপজেলা আ’লীগের সভাপতি মমিন মন্ডল এমপি আমার সাথে কোন কথাবার্তা বলেন না এবং কর্মসূচিতেও তিনি উপস্থিত থাকেন না। যে কারণে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচীতেই তিনি অংশগ্রহণ করেননি। এ কারণে জাতীয় শোক দিবস উপলক্ষে সিনিয়র নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের নেতারা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে প্রধান অতিথি করার প্রস্তাব করেন। সভাপতির জায়গায় ব্যানারে আব্দুল মমিন মন্ডল এমপির নামও রাখার সিদ্ধান্ত হয়।

কিন্তু লতিফ বিশ্বাসের নাম দেখে এমপি এই পাল্টা কর্মসূচি ডেকেছেন। এ বিষয়ে এমপির ব্যক্তিগত সহকারী সেলিম সরকার জানান, সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস সভাপতির সঙ্গে কথা না বলে একক সিদ্ধান্তে কর্মসূচি ঘোষণা করেছেন। দলের এমপি থাকতে জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রীকে প্রধান অতিথি করতে পারেন না। এজন্য এমপি সাহেব ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতি সভা করে এ কর্মসূচি ঘোষণা করেছেন। বেলকুচি থানার ওসি খায়রুল বাশার বলেন, ১৫ আগস্টের কর্মসূচি দলীয় বিষয়।

এ বিষয়ে কোন মন্তব্য করার এখতিয়ার নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা কেয়া বলেন, এ ঘটনায় পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার