Top
সর্বশেষ

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪ আগস্ট, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেতুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃত আরিফ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামের মোঃ আমিন উদ্দিনের ছেলে। র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় সোমবার ভোর ৬টার দিকে উল্লাপাড়া উপজেলার তেতুলিয়া বাজার এলাকায় খোশাল উদ্দিন মডেল একাডেমীর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ নগদ এক হাজার টাকা জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার