Top
সর্বশেষ

টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

১৪ আগস্ট, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ
টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি :

টিসিবির পণ্য দামে সাশ্রয়ী মানে অনন্য এই প্রতিপাদ্যে শোকাবহ আগস্ট মাসে মাগুরায় টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম স্থানীয় নোমানী ময়দানে উদ্বোধন করা হয়েছে।

সাধারণ জনগনের সুবিধার্থে টি সি বি মাগুরায় সরকারের নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। টিসিবির ডিলার গণ তাদের নির্ধারিত দোকান ছাড়াও খোলা ট্রাকে করে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এসব পণ্য সামগ্রী বিক্রয় শুরু করেছে। প্রতি কেজি মসুরের ডাউল-৬০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার-১০০ টাকা ও প্রতি কেজি চাউল-৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। জনপ্রতি প্রতি প্যাকেজে রয়েছে ৫ কেজি চাউল, ২ কেজি ডাউল ও ২ লিটার সয়াবিন তেল মোট ৪৭০ টাকায়।

মাগুরা জেলার ৪ টি উপজেলায় মোট ১ লক্ষ ১০ হাজার ৪৬৬ জন প্রতিমাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১ বার করে এই পণ্য সামগ্রী নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন। প্রতিদিন জেলা শহর ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাক যোগে এসব মালামাল বিক্রি করা হচ্ছে। এর ফলে সাধারন জনগণ সুলভ ও ন্যায্য মূল্যে এ সব পণ্য সামগ্রী ক্রয় করার সুযোগ পাচ্ছে যে কারনে অসহায় দরিদ্র লোকজন উপকৃত হচ্ছে।

শেয়ার