Top
সর্বশেষ

যমুনায় বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

১৪ আগস্ট, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
যমুনায় বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসানের ভ্রাম্যমাণ আদালত সোমবার সকালে এ অর্থদন্ডাদেশ দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, সদর উপজেলার ভাটপিয়ারী এলাকায় ইজারা নেয়া বালুমহালের বাইরে থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এ অভিযানে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে বালু ব্যবসায়ী নজরুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার