Top

নওগাঁয় চিকিৎসকদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬ আগস্ট, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ
নওগাঁয় চিকিৎসকদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
নওগাঁ প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত মঙ্গলবার নওগাঁয় চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন -বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ -স্বাচিপ এসব আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: বুলবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ইসলাম, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: এএস রেজাউল মাহমুদ, বিএমএ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মাহবুব আলম সিদ্দীকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ। এছাড়া প্রবীন চিকিৎসক ময়নুল হক দুলদুল, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দ অন্যান্য চিকিৎসা বক্তব্য রাখেন।

সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত বিনা মূল্যে মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। ক্যাম্পে নওগাঁ মেডিকেল কলেজ, আধুনিক হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগের মেডিসিন, বক্ষব্যাধি, কার্ডিওলজি, চর্ম ও যৌন, ডায়াবেটিস ও হরমন, নেফ্রোলজি বা কিডনী রোগ, মনোরোগ, শিশু মেডিসিন, শিশু সার্জারী, গাইনী এন্ড অবস্, নাক-কান-গলা, চক্ষু রোগ, অর্থোপেডিক্স, ইউএনটিসহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা প্রদান করেন।

আয়োজকরা জানান, কয়েক দিন ধরে প্রচারাভিযান চালানোর ফলে শত-শত মানুষ চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে আসেন। বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ পেয়ে উপকৃত ও খুশি হোন মানুষ। এভাবে বিনামূলে্য মানুষের পাশে দাঁড়াকে আগামী দিনে আরো বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন চিকিৎসকরা।

শেয়ার