Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭ আগস্ট, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারূফ এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে অভিযান চালানো হয়। এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহ আমানত এন্টারপ্রাইজকে ২ হাজার ও হেলাল উদ্দিন ডিমের আড়তকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে দুপুরে উল্লাপাড়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে একই অপরাধে রাফিউল ইসলামের দোকানে ১ হাজার, জহুরুল স্টোরকে ১ হাজার ও মেয়াদোর্ত্তীণ ওষুধ রাথার দায়ে শাহা ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

শেয়ার